মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৯:২৬ অপরাহ্ন
||উপলব্ধি||
কি দরকার নিজের কথা,লিখে দিতে কবিতায়..
থাকনা নিজের কথা,তুলে দিতে কবিতায়..
আমি নিত্য দিন আগ্রহ হারাচ্ছি,জীবন প্রবাহে..
আমি একদম নিরব হলাম নিজের গ্রহে..
নিজেকে করিনা তুল্য,
নিজের খুঁজিনা মূল্য..
তুচ্ছ জীবন করিয়া পার,
অসৎ জীবনের ধরিনা ধার..
সবই মিথ্যা,সবই তুচ্ছ..!
জীবন বৃথা,তৃণ পুচ্চ..!
একলা জীবন করিয়া পার,
পাপের বোঝা করিয়া হার..!
জীবন শুধু বৃথা আর বৃথা..!!
কবি এম রহমান রানা