মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে নিপু আক্তার (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নিপুর আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সে মুলাদী উপজেলার কাচিরচর গ্রামের শামীম হাওলাদারের স্ত্রী।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, মৃত ব্যক্তির গলার পিছনে দাগ থাকায় হাসপাতাল থেকে থানা পুলিশকে খবর দেয়ার পর বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
গৃহবধূ নিপু আক্তারের স্বজনরা জানান, বাড়িতে বসে গৃহস্থালির কাজ করার সময় নিপু হঠাৎ অসুস্থ্য হয়ে মাটিতে পরে যায়। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মাটির উপর জিআই তার থাকায় নিপুর গলার পিছনে একটি দাগ হয়েছে বলেও তারা (স্বজন) উল্লেখ করেন।