মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিরাপদ এর উদ্যোগে পাঁচ শারীরিক প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ বিতরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের হাতে হুইলচেয়ার তুলে দেন।
মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক আবদুস সালাম আজাদী, দেবদাস মজুমদার, মেহেদী হাসান, ইসরাত জাহান মমতাজ, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক কর্মী বাদল কৃষ্ণ টুটুন, নিরাপদ সংগঠনের সমন্বয়কারি শিবাজী মজুমদার শিবু প্রমুখ।