রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান বাহিনীর সাথে না চলার অপরাধে মটর সাইকেল চালক মোঃ মিরাজ (২২) কে পিটিয়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা মটর সাইকেল চালককে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মিরাজের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। ঘটনাটি ঘটে ২৯ নভেম্বর সোমবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মধ্য তারিকাটা রজব আলী’র ব্রিকফিল্ডে ।
আহত মিরাজ জানান, বাড়ি থেকে তারিকাটা বাজারে যাওয়ার পথে রাজব আলীর ব্রিকফিল্ডের সামনে বসে স্থানীয় প্রভাবশালী শাহাআলম এর নির্দেশে একাধিক অপকর্মের মূল হোতা ফারুক,সাইফুল,ছগীর,জাহাঙ্গির,নাসির হাওলাদার সহ এক দল সন্ত্রাশী ব্রিকফিল্ডের ভিতরে নিয়ে ইট দিয়ে পিটিয়ে দুই পায়ে রক্তাক্ত জখম করেন ফেলে রেখে যায় পরে আমার ডাক চিৎকারে স্থানিয়রা এগিয়ে এসে আমাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান’র সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।