রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ৫০হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দিন ব্যাপী উপজেলা মৎস্য অফিস ও কোষ্ট গার্ড উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে এ অবৈধ কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত ওই সব কারেন্ট জালে অগ্নি সংযোগ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জানান, ওই দিন সকাল থেকে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোষ্ট গার্ডের যৌথ অভিযানে উপজেলার জোলাগাতি, পঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় থাকা সন্ধ্যা ও কচা নদীতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত ওই সব জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। পরে তা স্থানীয় ফেরী ঘাট এলাকায় প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে অগ্নি সংযোগ করা হয়।