রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
‘মাস্ক পড়–ন,জীবন বাঁচান’ মাস্কই হল গরিবের ভ্যাকসিন’ এই স্লোগানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে পিরোজপুর শহরের ভিবিন্ন পয়েন্টে লিফলেট ও মাস্ক বিতরণ করেছে ছাত্র ইউনিয়ন। আজ দুপুরে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরীর নেতৃত্বে শহরের বড় মসজিদ চত্তর থেকে শুরু হয় এ কার্যক্রম।
এসময় সরকারের পক্ষ থেকে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে বিনামূল্যে করোনা চেষ্ট ও করোনার ভ্যাকসিন বিতরণের দাবি জানান ছাত্রনেতারা। ছাত্র সংগঠনটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। এদিকে একই কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পাটির সাবেক সভাপতি ডাঃ তপন বসু,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী,অর্থ সম্পাদক শহিদুল ইসলাম রেজা,দপ্তর সম্পাদক আবির হাসান,শিক্ষা ও গবেষনা সম্পাদক নাজমিন তুলি,সাংস্কৃতিক সম্পাদক অন্যনা কবিরাজ,সদস্য সাদমানসহ আরো অনেকে।