সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ভান্ডারিয়ায় মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতাল (কাশিপুর বাজার) এর শাখা (ভিশন সেন্টার) উদ্বোধন করা হয়েছে। শহরের বাসষ্ট্যান্ড কাজীবাড়ি সংলগ্ন ভিশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু। এসময় বক্তব্য রাখেন বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সমাজ সেবক আলমগীর সরদার, ভিশন সেন্টারের পরিচালক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী কাজল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভান্ডারিয়ার মানুষের সহযোগিতা পেলে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতাল এর শাখা (ভিশন সেন্টার) টি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। খেয়াল রাখতে হবে সেবা নিতে আসা কেউ যেন অখুশি না হয়। রোগীদের সাথে ভালো ব্যবহার এবং কাউন্সিলিংযের মাধ্যমে মানসম্মত চিকিৎসা দিতে হবে। যাতে রোগীরা ভালো চিকিৎসা সেবা পেয়ে খুশি হবে। আলোচনা শেষে প্রতিষ্ঠানটির সমৃদ্ধির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।