রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন গৌরনদী উপজেলার যুবলীগ নেতা আলিম খানের উদ্যেগে মাহিলাড়া বাজার এলাকা সহ বিভিন্ন বাজারে যুবলীগ নেতা কর্মীরা এ কর্মসূচির স্লোগান ছিল ‘নো মাস্ক, নো সার্ভিস।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনা মূল্যে ৫শত পিস মাস্ক বিতরণ করেছে যুবলীগ নেতা আলিম খান । শুক্রবার সকালে উপজেলার মাহিলাড়া বাজার এলাকায় এসব বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালান যুবলীগ সদস্য রা।
সকাল ১০টার দিকে মাহিলাড়া বাজার নলচিড়া রোড এলাকায় সমবেত হন। শহরের ব্যস্ততম ওই এলাকায় যেসব পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাস্ক পরা ছিল না, তাঁদের মাস্ক পরিয়ে দেন তাঁরা। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে বাজার এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান