রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে পূষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আউয়াল, আমিনা ফারজানা, মো: আলাউদ্দিন, সানজিদা আক্তার ঝুমুর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির ইতিহাসে একটি তাৎপর্যময় দিন। প্রতি বছর এ দিনটি জাতি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
স্বাধীনতার নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।