বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক :পিরোজপুর পৌর শহরের দামোদর ব্রিজ সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর একটি পংকজের মুদি দোকান এবং অপরটি তারেক সেখের ফলের দোকান। শনিবার রাত দশটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসন।