মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে গৌরনদী রিপোটার্স ইউনিটির উদ্যোগে শনিবার সকালে ইউনিটি কার্যালয়ে “মুক্তিযুদ্ধের প্রত্যশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা একেএম শামছুল আলম। প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ইউনিটির সম্পাদক এস.এম মিজান, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, সাংবাদিক মনিরুল ইসলাম । আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।