রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্কঃ সারা বাংলার সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক মফস্বল সাংবাদিকদের বৃহৎ ও দাবী আদায়ের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন পিরোজপুর জেলারে ভান্ডারিয়া উপজেলার এনামুল কবির সোহেল সরদার।
২৭ ডিসেম্বর রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএমএসএফ এর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান।
পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান ভার্চুয়্যালের মাধ্যমে কাউন্সিল এর শুভ উদ্বোধণ ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করছেন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ৫০ লাখ টাকা আর্থিক সহায়তাও দিয়েছেন।
সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রস্তাবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন শহিদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের সমন্বয়ে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এনামুল কবির সোহেল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করেন।