রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ভান্ডারিয়া ও ইন্দুরকানী মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষো থেকে এনামুল কবির সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার ভান্ডারিয়ায় তাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান ইন্দুরকানী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক গাজী আবুল কালাম, ভান্ডারিয়া উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল সামিম, ভান্ডারিয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাদল, ইন্দুরকানী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক মু, ইয়াসিন হাওলাদার, সদস্য মামুন হাওলাদার শিমুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের নির্দেশ ক্রমে সাংবাদিকদের মাঝে নতুন বছরের কেলেন্ডার ও বাংলাদেশ মফস্বল সাংবদিক ফোরামের ১৪ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।