রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক : পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী বলাকা ক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারী) সকালে শহরের বিভিন্ন স্থানে ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে মাক্স বিতরন করা হয়।
১৯৭৪ সালের ১লা জানুয়ারী শহর মাছিমপুর এলাকার কিছু উদ্যমী কিশোরের হাতে ছোট্ট পরিসরে প্রতিষ্ঠিত হওয়া ক্লাব আজ কালের পরিক্রমায় উন্নত সমাজ গঠনে ও যুব সমাজের নৈতিক মূল্যবোধ চর্চার একটি হাতুর ঘরে পরিনত হয়েছে।ক্লাবের আহবায়ক এডঃ আবুল কালাম আকন জানান, এই ক্লাব শুধু একটি সাধারণ ক্লাব না, এটা এখন একটা পরিচয়। এই ক্লাব বিগত বছর গুলোতে যেভাবে সমাজ গঠনে ভূমিকা রেখেছে ঠিক আগামীতেও এর ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে। ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি তপন দাশ জানান, ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা এর কাজের মান ও উৎকৃষ্টতা ধরে রেখেছে। উন্নত ও মানবিক জাতি গঠনে ক্লাব সর্বদা সচেষ্ট। এছাড়াও ক্লাবের সদস্য সচিব এডঃ মুনসুর উদ্দিন হাওলাদার জানিয়েছেন, সমাজে মাদক ও নারী নির্যাতনের মত স্পর্শকাতর অপরাধ যেখানে আকাশচুম্বী, সেখানে এই বলাকা ক্লাবের বলিষ্ঠ তৎপরতায় শহর মাছিমপুর এলাকায় ঐ সকল অপরাধ প্রায় শূন্যের কোটায় রয়েছে। এছাড়াও যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন আ ফ ম ফজলুল করিম সাবু ও সাবেক কমিশনার (৭নং ওয়ার্ড) জনাব মিজানুর রহমান খোকন।