বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চার মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত্যু সুলতান বেপারীর ছেলে আবদুর রহিম (৩৫), সবুজ নগর গ্রামের মো. কামাল খাঁর ছেলে কামরুল ইসলাম (১৯), পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের আবুল কালাম তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩০) ও হাফেজ খাঁনের ছেলে রাসেল খান (২৫)।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, উপজেলার খায়ের ঘটিচোরা ও বহেরাতলা আবেদীন গেষ্ট হাউজের সন্মুখ সড়ক থেকে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপার্দ করা হয়। তিনি আরও জানান, এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।