রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সোনা মিয়া খাঁন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, উপজেলার মিরুখালী ইউনিয়নের বাশঁবুনিয়া গ্রামের ওই বৃদ্ধ ঝাউতলা বাজার সংলগ্ন সাবেক ইউপি সদস্য হাজী নুর মোহাম্মদ হাওলাদারের বাড়ির সম্মুখ সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।