মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাজসেবক মঠবাড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম মোল্লা এর উদ্যোগে সাপলেজা ইউনিয়নের সকল ওয়ার্ড সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল এ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইদ্রিস আলী মোল্লা, নজরুল মৃধা প্রমুখ সাপলেজা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরণের সময় কালার মোল্লআ বলেন, শীতার্তদের শীত কম্বল বিতরণ অব্যাহত থাকবে। কম্বল গ্রহণকারীদের মধ্যা নারী আয়েশা বেগম বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে।