শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় জি,কে মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন

মঠবাড়িয়ায় জি,কে মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন

0 Shares

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে হলতা গুলিসাখালী জিকে মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে দৃষ্টি নন্দন আধুনিক এ স্কুল ভবনটির শুভ উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা নির্বাহী প্রকৌশলী প্রতিভা রানী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, আ‘লীগ নেতা মো. হারুন অর রশিদ খান, সাবেক ইউপি চেয়ারম্যান, মোঃ ফারুক আহম্মেদ, ব্যাংক কর্মকর্তা মেজবা উদ্দিন রঞ্জু, সাবেক প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা প্রমূখ।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স ইফতি ইটিসিএল প্রাঃ লিঃ ২০১৯ সালে মে মাসে এ নতুন ভবনের কাজ শুরু করেন।নির্মাণ কাজ শেষে আজ ৪ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল একাডেমিক ভবনরে উদ্বোধন হয়। ভবনটিতে রয়েছে ১২ টি কক্ষ, সুবিধা সম্পন্ন দু‘পাশে রয়েছে ওয়াশরুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস বলেন,আধুনিক দৃষ্টি নন্দন এ স্কুল ভবনটি নির্মাণের ফলে কক্ষ সংকটের সমাধান হলো। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap