বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নি দূর্ঘটনা প্রতিরোধ এবং মোকাবেলায় মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও থানার যৌথ উদ্যোগে শীত কালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মঠবাড়িয়া থানা প্রাঙ্গণে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন কলা-কৌশল দেখান মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন বলেন, আগুন লাগলে ভয় না পেয়ে সতর্কতার সাথে আমাদের আগুন নেভানোর চেষ্টা করতে হবে। এব্যপারে অগ্নি নির্বাপনের জন্য সকলের প্রশিক্ষন নেয়া উচিৎ।তিনি এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে। এময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন, মঠবাড়িয়া থানা ওসি মাসুদুজ্জামান, সাংবাদিক আবদুস সলাম আজাদীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্য বৃন্দ