শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

গৌরনদী পৌরসভা নির্বাচনে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

গৌরনদী পৌরসভা নির্বাচনে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

0 Shares

গৌরনদী প্রতিনিধি।। পৌরসভা নির্বাচনে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আইন-শৃঙ্খলা বাহিনী গৌরনদী উপজেলায় পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পক্ষ থেকে সম্ভাব্য নাশকতার পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জনগনের নিরাপত্তাসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য ১৪ টি ভোট কেন্দ্রে অস্রসহ ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা মোট ৯ জন করে ১২৬ জন আনসার ও ভিডিপি সদস্য, সদস্যা সার্বক্ষনিক ডিউটি পালন করছেন। ব্যটেলিয়ন আনসার এসটাইকিং ফোর্স দিয়ে সার্বক্ষনিক টহল রত অবস্থায় ভোটকেন্দ্রগুলো পাহারা দেওয়া হচ্ছে।বরিশাল জেলা কমান্ড্যান্টের নির্দেশ মোতাবেক গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মরিয়ম আক্তার জনগণকে আশ্বস্ত করে বলেন, আনসার ও ভিডিপির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । নির্বাচন নিয়ে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে সেটি কঠোরভাবে দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সেই লক্ষ্যে গৌরনদী উপজেলায় পৌরসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে আনসার ভিডিপি ,র‌্যাব ও পুলিশের তল্লাশি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমান ১৪ টি ভোট কেন্দ্র সার্বক্ষনিক তদারকী করছেন জনগনের নিরাপত্তা রক্ষা করাই হলো এই বাহিনীর অঙ্গীকার।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap