রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিদিনঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী বাজারে বাসস্ট্যান্ডে দোকানের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় দোকান ঘর ভাংচুর সহ ১ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩০ শে জানুয়ারি শনিবার দুপুর ১ টার সময়। স্হানীয় ও থানার অভিযোগ সুত্রে জানাযায় ধানিশাফা ইউনিয়নের উদয়তারা বুরির চর গ্রামের মৃত হারুন অর রশিদ আকনের ছেলে মোঃ মনিরুজ্জামান আকন(৪৮)দীর্ঘদিন যাবত তুষখালী বাজারে বাসস্ট্যান্ডে তার পৈত্রিক সম্পত্তিতে দোকান ঘর তুলে ব্যাবসা করে আসছে কিন্তু প্রতি পক্ষ মৃতু জবাব খলিফার ছেলে দুলাল ও তার ভাইয়েরা প্রায়ই দোকান ঘরের জমি নিয়ে ঝগরা বিবাদ সহ খুন জখমের হুমকি দিয়ে আসত, তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্টান্ডে লোক জন কম থাকার সুবাদে প্রতি পক্ষ দুলাল খলিফা,মোসাঃ হেলিয়া বেগম, মোঃ জামাল খলিফা, ও কামাল খলিফা ওরফে ( বাবা কামাল) উভয় পিতা মৃত জবাব খলিফা সহ আরো অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে দোকান ঘর ভাংচুর করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে এবং মনিরুজ্জামান কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। ঘটনা মুহূর্তে স্হানীয়রা থানায় ফোন করলে পুলিশ ঘটনা স্হলে গিয়ে কামাল খলিফা ওরফে বাবা কামাল কে গ্রেফতার করে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃজাঃমোঃ মাসুদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামী একজন গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।