রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
নেছারাবাদে স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো.গোলাম কবির পুনরায় নির্বাচিত হয়েছেন।তার নৌকা প্রতীকের প্রাপ্ত ভোট তিন হাজার নয় শত বায়ান্ন (৩৯৫২)। নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র ) সহকারী অধ্যাপক মো. মাহামুদুর রহমান খান(নির্বাচনী মার্কা মোবাইল ফোন)। মাহামুদুর রহমান মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন (৩১৪৯) তিন হাজার একশত ৪৯ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ আট শ‘ ৯৪ ভোট (৮৯৪)। বিএনপির বিদ্রোহী আবুল কালাম নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন একহাজার নয়শ ৯৪ভোট (১৯৯৪)।
শনিবার(৩০ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলা অডিটোরিয়ামে বসে রিটার্নিং অফিসার খান আবি শাহনুর খান এ ফলাফল প্রকাশ করেন।
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বাকি দুই জনের মধ্যে স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকার জগ প্রতীকে পেয়েছেন ৮৩৪ ভোট এছাড়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৫১ভোট।