বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীগুরু সঙ্ঘের মন্দির উদ্ধোধন করলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীগুরু সঙ্ঘের মন্দির কমিটির সভাপতি উত্তম কর্মকারের সভাপতিত্বে এবং সঞ্জয় দাসের সঞ্চালনায় সুধি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বেতাগী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোরঞ্জন বড়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার, কাউন্সিলর লুৎফার রহমান ফিরোজ মোল্লা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের সতীর্থরা। এ সময় শ্রীগুরু সঙ্ঘের মন্দির নির্মান কাজে ১ লাখ টাকা অনুদান দিয়ে সহযোগিতা করেন