মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: শিক্ষার্থীদের হামলাকারীদের গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের সামনে ইট বিছিয়ে অবরোধ করলে, বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক।
সকাল ১০টা থেকে ক্যাম্পাসের প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিলো শিক্ষার্থীদের। উপাচার্য ছাত্রদের সাথে কথা বলতে আসলে ছাত্ররা মনে করিয়ে দেয়, অপরাধীদের ধরতে ৪৮ ঘন্টা আল্টিমেটামের কথা। তবে উপাচার্য ৭ দিনের সময় চান। এতে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধে নামে।
পুনরায় শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আশ্বাস দিলে আধাঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মূচির ঘোষণা দিয়েছে তারা।
উপাচার্য এই বিষয়ে কথা বলতে চাননি। বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এখনও মামলা করেনি তাও জানা যায়নি।