শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
ইতিহাসের একটা পৃষ্ঠায় জায়গা করে নিবো
শিরিনা আফরোজ
কত গুলো প্রিয় ক্যাকটাস ছিলো
ফুল দেয়ার আগেই গাছগুলো মরে গেছে।
একটা হলদে পাখি পুষতাম
পোষ মানার আগেই পাখিটা উড়ে গেছে।
চেনা বারান্দা, চেনা বেলকনি, রান্নাঘর
আগে যেমন ছিলো এখনও তেমনি আছে।
শুধু এই শহর টা বড় অচেনা লাগে।
এতোটা প্রানহীন এই শহর কে
মনে হয়নি কখনও আগে।
পুরানো নিয়মেই চাঁদ ডুবে যায়
ভোরের সূর্য ওঠে।
অফিস আদালতে একই নিয়ম
যে যার কর্মে ছোটে।
তাহলে কেন কবির কলম চলেনা আগের মত
আবেগী মনে সযতনে পুষছে কিসের ক্ষত?
বসন্ত দিনের বিবর্ণ মেঘে বৃষ্টি টুকরো কাঁচে
বিরহী দিনের এমন গল্প কারো জীবনে আছে।
সেই জীবনে বাঁচা কি মরা ফারাক কিছু নয়
রোদ, বৃষ্টি ফুল পাথর একই রকম মনে হয়।
নিয়মিত অন্যায় আর ভিরুতায়
যে জীবনের হয়ে গেছে বলি।
কেন আর আকড়ে থাকা সেই বাশি ফুলগুলি।
পথহারা বহু পথিক ব্যাথা লুকায় বুকে
ভান করে বেঁচে থাকে যেনো আছে মহা সুখে।
সয়ে যাওয়া বয়ে যাওয়া নয় অভিশাপ
কর্মফল সবাই ভোগে যার যা পাপ।
ওরা আজ সম্বর্ধিত হোক তোমরাই
আয়োজক হও সকলে, সদলবলে।
আমিও ফিরবো আবার তোমাদের
হয়ে লেখার জন্য নিশ্চিত সেই বসন্ত কালে
আমার ক্যাকটাস অযতনে মরবেনা আর
আমার হলুদ পাখির হবে ভরা সংসার।
এই শহরে ঠিক ই একদিন ফিরবে প্রান
কোকিলের কন্ঠ জুড়ে চেনা সেই বসন্তী গান
রঙ আর তুলি তে কেউ না কেউ আঁকবে সেই ছবি
নতুন কাব্য সেদিন ই লিখবে এই বিরহি কবি।।
কাব্য যদিও না লিখতে পারি কবিতা হবই হবো
ইতিহাসের একটা পৃষ্ঠায় জায়গা করে নিবো।