রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে প্রবাসীর স্ত্রী ও উপজেলার পারসাতুরিয়া গ্রামের শহিদুল মীরের কন্যা রেকসোনা বেগম (২৬)’কে বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষরা উত্তপ্ত তরফ পদার্থ নিক্ষেপ করে হাত ঝলসে দিয়েছে। এ ব্যাপারে আজ শনিবার থানায় মামলা হয়েছে।
আহত রেকসোনা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে পৈত্রিক সম্পত্তিতে জ্বালানী কাঠ সংগ্রহ করতে গেলে সেখানে পূর্ব থেকেই ওত পেতে থাকা একই গ্রামের হারুন অর রশিদের স্ত্রী বিউটি বেগম এবং তার দুই কন্যা মালা আক্তার ও নুপুর বেগমসহ চারজন একত্রিত হয়ে তার উপর চড়াও হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের সাথে বোতলে থাকা উত্তপ্ত তরল জাতীয় পদার্থ তার ডান হাতের উপরে নিক্ষেপ করলে হাত ঝলসে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় আহত রেকসোনার ভাই মিজান মীর বাদী হয়ে মামলা করেছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান আজ শনিবার মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।