মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে ভান্ডারিয়ায় গতকাল শনিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ এর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ৯ টায় শুরু হয়ে পূর্ব ভাণ্ডারিয়া মিরা বাড়ী সংলগ্ন সড়ক হয়ে বেলা ১০ টায় আবার উপজেলা পরিষদ চত্বরে এসে এ দৌড় শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, যুবলীগ, ছাত্রলীগ নেতাকমীর্রা এ ম্যারাথনে অংশ নেন।ভাণ্ডারিয়া থানা পুলিশ ও উপজেলা স্কাউট নিরাপত্তা নিশ্চিত করেন।