মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১০:০১ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা::
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নেতৃত্বে পুলিশ স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা পুলিশের সদস্যরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) এর পক্ষ থেকেও পুষ্পার্ঘ অর্পন করা হয়। এরপর বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।