রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি:
মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এ শ্লোগানকে সামনে নিয়ে ভান্ডারিয়া জাতীয় বীমা দিবস-২০২১ পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন, ভান্ডারিয়া উপজেলা পপুলার লাইফ বীমাসহ বিভিন্ন বীমা কোম্পানির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ৯.৩০ মিনিটের সময় পৌর শহরের একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয় শেষ হয়। পরে উপজেলা ইঞ্জিনিয়ার খান্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিমার মোঃ নাজমুল আলম। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভান্ডারিয়া সার্ভিস সেল এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ আল আমীন আহম্মেদ এর সভাপিত্বে বক্তব্য রাখেন ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু , ফারিষ্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জোনাল ইন চার্জ মোঃ মাসুদ আহম্মেদ, জীবর বীমা কোম্পানীর উন্নয়ন অফিসার সমির হালদার, প্রাইম লাইফ ইন চার্জ মোঃ জহিরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন চার্জ মোঃ মনিরুজ্জামান, পপুলার লাইফ এর জেলা কো-অডিনেটর মোঃ লোকমান হোসেন প্রমুখ।