রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৩নং মিরুখালী ইউনিয়নে আওয়ামীলীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিরুখালী স্কুল এন্ড কলেজ মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। সভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ। মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ শরীফ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা আবু ইউসুফ রায়হান প্রমুখ। সভা পরিচালনা করেন মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদার।
বক্তারা বর্তমান দেশ পরিচালনায় বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন এং সম্প্রতি উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানান।