রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-’১৯) মোকাবেলায় বিশেষ অবদান রাখায় স্বর্ণ পদক ও কৃতিত্তের সনদ পেয়েছেনপিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম আহবায়ক এবং উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহজ্ব মজিবুর রহমান চৌধুরী। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.এফ) কর্তৃক আয়োজিত সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপির হাত থেকে এ পুরস্কার গ্রহন করেন। পুরস্কারটি পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। পুরস্কারটি পেয়ে উচ্ছ্বসিত হয়ে ভাণ্ডারিয়ায় পৌঁছে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ভাণ্ডারিয়ার বাসভবন তাসমিমা ভিলায় তার সাথে সাক্ষাত করেন। এসময় এক অনুভূতি প্রকাশ করে মজিবুর রহমান বলেন, আমার এ অর্জনে মঞ্জু ভাইর অবদান রয়েছে। এজন্য তার প্রতি এবং দলের প্রেসিডিয়াম সদস্য তাসমিমা হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে প্রাপ্ত স্বর্ণ পদকটি এলাকার জনসাধারনের জন্য উৎসর্গ করেন তিনি।