বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০০ পিচ ইয়াবাসহ রুবেল মৃধা (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে বুধবার গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রুবেল উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের হারেছ মৃধার ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিম জানান, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে চলমান মাদক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রাম থেকে রুবেল মৃধাকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।