বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখালী নীলকান্ত মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে। ক্ষেতে ছাগল ঢুকে ফসল নস্ট করাকে কেন্দ্র করে সৃস্ট বিরোধে মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে এক পক্ষের দাবি।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত স্থানীয় কুদ্দুস হাওলাদারের ছেলে কবির ও মধ্য সোনাখালী ফজলুল হক হাওলাদারের ছেলে নাছিরকে আটক করেছে। তবে স্বজনদের দাবি নাছির মানসিক প্রতিবন্ধী।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।