মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগ নেতা কর্মিদের আরও শক্তিশালী করতে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার সকালে উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের সভাপতিত্বে যুবলীগ কার্যালয়ে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ-সভাপতি নাসির হোসেন মাতুব্বর, বাবু শরীফ, সাধারণ সম্পাদক নজরুল সোহেল, যুবলীগ নেতা রামীম আহম্মেদ, সগীর হোসেন মাস্টার, নবী হোসেন, আরিফুর রহমান সোহাগ, শাহ আলম শিকদার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহম্মেদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ‘লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্পাদনা: সাদেক আলী