রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।। দীর্ঘ ২বছর পর আদালতের নির্দেশে পৈতৃক জমি ফিরে পেলেন আগরপুর গ্রামের মৃতু: নাসির উদ্দিন মিয়া পু্ত্র মো: বোরহান উদ্দিন মিয়া।প্রতিপক্ষরা ভুয়া ডিক্রির কাগজপত্র তৈরি করে ওই জমি দখলের পাঁয়তারা চালিয়েছিল স্থানীয় জজীস মিয়া, রাকিব মিয়া । দীর্ঘদিন এ নিয়ে আদালতে মামলাও চলে। কিন্তু আদালতের বিচারক জমির কাগজপত্র জমির মূল মালিক বোরহান উদ্দিন মিয়াকে জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে ৬ মার্চ উপজেলার আগরপুর গ্রামে নাসির উদ্দিন মিয়ার বাড়ীতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে জমি বুঝিয়ে দেন। স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ সীমান্তের আগরপুর গ্রামের মো:বোরহান উদ্দিন মিয়া গংদের পৈতৃক জমি থেকে উচ্ছেদ করার জন্য একই এলাকার মো.রাকিব মিয়া গংরা ভুয়া ডিক্রির কাগজপত্র বানিয়ে বিবাদী করে ২০১৯ সালে বরিশাল জজ আদালতে মামলা করেন। জজ আদালত উভয়পক্ষের কাগজ পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক মামলার বিবাদী বোরহান উদ্দিন মিয়ার পক্ষে রায় প্রদান করেন।