সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ফ্রান্স প্রবাসী উদ্যোক্তা এস কে শামিমকে সংবর্ধনা দিয়েছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়। উদ্যোক্তা তৈরির কারিগর ‘সফলতার গল্প’ এর পরিচালক শামিমকে আজ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইন্দুরকানী উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন এর সভাপতিত্বে সংবর্ধনাপূর্ব এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মতিউর রহমান শাহীন, সাংবাদিক হাবিবুর রহমান এবং প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুল প্রমুখ।
উন্নয়নে পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য এমন মহতী উদ্যোগ গ্রহন করায় সংবর্ধিত এস কে শামিম প্রতিবন্ধী বিদ্যায়লটির সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এছাড়া এ বিদ্যালয়টির উন্নয়নের স্বার্থে সকল ধরণের সহযোগীতারও আশ^াস প্রদান করেন তিনি।