শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ; ঘর পেলেন এসিল্যান্ড এর বাবা!

মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ; ঘর পেলেন এসিল্যান্ড এর বাবা!

0 Shares

নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার পাঁকা ঘর বিতরনের ব্যপক অনিয়ম-দূর্ণীতির অভিযোগ উঠেছে।
পাকা ঘর বিতরনের অনিয়ম-দূর্ণীতির অভিযোগ এনে মুক্তিযোদ্ধা মন্ত্রী বরাবারে লিখিত অভিযোগ করেন মঠবাড়িয়ার শহীদ পরিবারের মুক্তিযোদ্ধা ফারুক উজ-জামান । মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক অভিযোগটি যাচাইয়ের জন্য বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেন। এর পরিপেক্ষিতে
সোমবার (১৫ মার্চ) পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কাগজ-পত্র পর্যালোচনা করেন। এসময় দুস্থ্য মুক্তিযোদ্ধা যাচাই কমিটির সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কয়েকজন দুস্থ্য ও বঞ্চিত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল বীর মুক্তিযোদ্ধাদের মাসিক আয় সর্বোচ্চ ৫ হাজার টাকা তারাই এ পাকা ঘর পাবার কথা। কিন্তু অভিযোগ রয়েছে মঠবাড়িয়ায় অবৈধ অর্থ লেনদেন ও প্রভাব খাটিয়ে ঘর নিয়েছেন সচ্ছল ও যাদের সন্তানরা সরকারের পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। ঘর নিয়েছেন এসিল্যান্ডের বাবা ও ইউএনওর শ^শুর মোস্তফা শাহ আলম দুলাল। এছাড়াও সরকারি বিভিন্ন পদে চাকুরী করা স্বচ্ছল সন্তানের পিতা শাহাদাৎ হোসেন রাজা, আব্দুল লতীফসহ বিভিন্ন স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর নেয়ার তালিকায় নাম থাকার অভিযোগ রয়েছে।
এব্যা পারে বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা ও আব্দুল লতীফ হাওলাদারের সাথে কথা বলা সম্ভব না হলেও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল বলেন সঠিক নিয়মেই ঘর বিতরণ করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু মিয়া আকনও সঠিক নিয়মে ঘর বিতরণ করা হয়েছে বলে দাবী করেন।
তদন্তকারী কর্মকর্তা পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন বলেন, স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ চলছে। শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap