বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন
স্বরুপকাঠি প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে পানিতে ডুবে আলী আকবর সাকিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার বালিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা বাসী সুত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টার দিকে সাকিন বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল । এসময় খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজা খুঁজির পর সাকিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিন উপজেলার বালিহারী গ্রামের আব্দুল আলিমের ছেলে।