মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি: ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ আজিজ হাওলাদারের বাড়ীতে রাতের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে অচেতন করে দুর্বৃত্তরা চুরির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের সেউতিবাড়ীয়া তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। বর্তমানে আঃ আজিজি হাওলাদার সহ তার পরিবারের পুত্র হাসান,পুত্রবধু সাথী এবং তার স্ত্রী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজিজ হাওলাদারের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মামুন জানান আমি রাতে বাসায় দেরি করে ফিরি। বাসায় এসে সবাইকে অ্স্বাভাবিক আচরন করতে দেখে তৎখনাৎ পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করি। তবে তারা সবাই এখন সুস্থ রয়েছেন।