মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

তোমাকে খুঁজে পেতে

তোমাকে খুঁজে পেতে

0 Shares

বিনয় বরণ হালদার

তোমাকে খুঁজে পেতে আমি এই ঘুম ঘুম নগরে
একা একা হেঁটেছি অনেকটা পথ
আমার দু’পাশ দিয়ে অবহেলায় বেরিয়ে গেছে
কতটা দিন, মাস, বছর
রাখিনি খবর তার!

তোমাকে খুঁজে পেতে আমি এই ঘুম ঘুম নগরে
দেখেছি অনেক পালাবদল
গাছের পাতার মতো করে পড়েছে ঝরে মানুষের হৃদয়
মানুষ বদলে গেছে মানুষের কাছে এসে
আমি অবাক হয়ে দেখেছি এমন কতনা মনপোড়া
দৃশ্য।

তোমাকে খুঁজে পেতে আমি এই ঘুমঘুম নগরে
শুনেছি অনেক কথা
কেউ কেউ আমাকে বলেছে নিছক পাগল
কেউ কেউ বলেছে ভবঘুরে
আমি কোনো কিছুই মাখিনি মনে
শুধুই তোমাকে খোঁজা ছাড়া।

তোমাকে খুঁজে পেতে আমি এই ঘুম ঘুম নগরে
কখন যে ভুল করে আবার হারিয়েছি ঠিক মনে নেই
একদিন আউলা বাতাসে আমার শরীর জুড়ে যখন
তোমার সুগন্ধি ছুটে বেরিয়েছে আমি অবাক হয়ে গেছি
একি কি করে হয়!
আমি জানিনা তুমি কখন নিঃশব্দ বাতাসের মতো করে
আমাকে ছুঁয়ে গেছো
আমি হয়ে গেছি তুমিময়!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap