বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

সত্য চিরন্তন

সত্য চিরন্তন

0 Shares

শিরিনা আফরোজ

একটা সত্য ঢাকতে অনেকটা
মিথ্যে বলতে হয়।
বিধাতার নিয়মে কিন্তুু
সত্যটাই জিতে যায়।
মানুষকে কষ্ট দিতে যদি কেউ পাতে ফাঁদ
নিজের পাতা ফাঁদে নিজে হয় কুপোকাৎ।
সততা নিষ্ঠা কখনও ই হারেনা
সত্য চিরন্তন কখনও ই মরেনা।
সামান্য স্বার্থে মানুষ জলাঞ্জলি দেয় সব
ভুলে যায় আপন পর হৃদয়ের অনুভব।
বন্ধুর চলার পথে কত কি চিনলাম
মুখোশের আড়ালের কত মুখ দেখলাম।
কিছু স্মৃতি ভয়ঙ্কর চোখে আনে ব্ন্যা
কিছু গল্প জনম জনম গোপন মনের কান্না।
বিনা কারনে কারো জীবনের
দুঃখ কাটা হলে।
নিজের অজান্তে নিজের জীবন টা
ভেসে যায় বানের জলে।
স্বার্থপর মানুষে ভরে আছে চারদিক
তুমি ও হলে আজ সে সবের প্রতিক।
এক মুখে দশ কথা সহজে বলা যায়
এমন সব কথার দাম কে ই বা কারে দেয়।
সবাইকে জড়াতে গিয়ে ছলনার জালে
পাশে থাকেনা কেউ শেষ বিকেলে।
অপমানে অসম্মানে জীবনের অবসান
উত্থানের সাথে সাথে পতনের শেষ গান।

জে/21 এপ্রিল





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap