মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

তেলাপোকা মারার ওষুধ খেয়ে তিন বছরের শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধ খেয়ে তিন বছরের শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধ খেয়ে তিন বছরের শিশুর মৃত্যু

0 Shares

রাজধানীর দক্ষিণখানের নর্দাপাড়ায় তেলাপোকার ওষুধ খেয়ে হাবিবুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, আমি মাছের ব্যবসা করি, আমার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে। আমার দুই ছেলে ও দুই মেয়ে। হাবিবুর ছিল তৃতীয়। আমরা দুজনেই বাইরে থাকি বলে ওরা ওদের নানির কাছে থাকে।

তিনি আরও বলেন, সকালে আমরা বাসা থেকে বের হওয়ার পর বেলা ১১টার দিকে খবর পাই হাবিবুর তেলাপোকা মারার ওষুধ খেয়েছে। পরে তাকে দক্ষিণখানের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক জানান আমার ছেলে মারা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap