শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

মঠবাড়িয়ায় নিজ জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ কর্তৃক মিথ্যা মামলার হয়রানির স্বীকার এক ভুক্তভোগী

মঠবাড়িয়ায় নিজ জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ কর্তৃক মিথ্যা মামলার হয়রানির স্বীকার এক ভুক্তভোগী

0 Shares

স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ জমিতে ঘর তুলতে যাওয়ায় প্রতিপক্ষ কর্তৃক মিথ্যা মামলার হয়রানির স্বীকার একটি পরিবার। ঘটনা সুত্রে জানাযায় উপজেলার পশ্চিম মিঠখালী গ্রামের মৃতু আলী আকাব্বর হাং এর ছেলে হাজী শাহআলম হাং তার জমিতে পাকা ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ হাজী চান মিয়া হাং এর মেয়ে বিউটি বেগম উক্ত কাজে বাঁধা প্রদান করেন এবং পিরোজপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে হাজী শাহআলম কে বিবাদী করে (এম,পি নং ৩৭/২০২১)একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার মাধ্যমে মিঠাখালী মৌজার জে,এল নং ৩৮ খতিয়ান নং এস এ ১৩৮ দাগ নং ১৩৪১/১৩৪২ উক্ত দাগে ২৭ শতাংশ জমি দাবী করেন।কিন্তু উক্ত মামলার তদন্তভার আসে বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান এর উপর। তার দেওয়া ২৮/০২/২১তারিখের তদন্ত প্রতিবেদনে জানাযায় তিনি ২১/০১/২১ তারিখ সরেজমিনে তদন্ত সাপেক্ষে জানতে পারেন বিবাদী শাহআলম ২৭৪৮/৯৮,২৯০৮/৯২,৫০৩৬/১০,৬৯১৫/১৫,১৬২৬/৮৫ নং দলিল মুলে ১৩৪২ নং দাগ থেকে ০.৪৭একর, ১৩৪১ নং দাগ থেকে ০.২৫ একর জমি ক্রয় করে মালিক হইয়া বর্তমান মাঠ জরিপেও ২১৬৬ নং ডিপিতে ২৫৬০,২৬৫৩ নং দাগে পাকা বাড়ি ঘর করা সহ ৪০ বছর পর্যন্ত ভোগ দখলে বিদ্যামান।আর বাদী বিউটি দাবি কৃত ০.২৭ একর জমির ১৩৪২ নং দাগে ০.১৫একর এবং ১৩৪১ নং দাগে ০.০১৭০ একর জমি প্রাপ্ত হন, প্রকৃত পক্ষে বাদী পক্ষ ০.২৭ একর জমি প্রাপ্ত হয়নাই এবং কোনো ভোগ দখলে ও বিদ্যমান নাই, এর পরেও হাজী শাহআলম কে প্রতি নিয়ত ভয় ভীতি হামলা মামলা করা সহ বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এ ব্যাপারে শাহআলম কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ফয়সালার দাবীতে সঠিক বিচারের দাবি জানিয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap