বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

ফরিয়াদ

0 Shares

ফরিয়াদ

আল্লাহ মেঘ দে, পানি দে ,লাগে যতবার
বৈশাখের খরতাপে হয়ে গেলাম ছারখার ।
তোমার বান্দা রেখেছে রোজা, পড়ছে তারাবীহ, মুক্ত হস্তে করছে দান,
এখনও তুমি কেন কর অভিমান।
রোগ ব্যাধিতে দিশেহারা আজ, তোমার আদম জাতি,
ইচ্ছে করলে তোমার রহমাতের পানি দিয়ে নিমেষেই করতে পার বিলুপ্তি।
কৃষকের কষ্ট ফসল নষ্ট করছে আহাজারি –
তরকারির বাজারে গিয়ে দেখি চলছে রাহাজানি।
মাছের বাজার যেমন তেমন দেশি মুরগির বড়ই আকাল,
হাঁটতে হাঁটতে মনে হল এ যেন বিপর্যস্ত সোনার বাংলার এক সকাল।
করোনার ভীতি বাড়ছে গতি কখন ফিরবো নীড়ে,
তখনই ভয় হয় যখন দেখি আছি মানুষের ভীরে ।
হে মহীয়ান, আজ আমরা বড়ই অসহায় নিঃস্ব রিক্ত,
তোমার আসমান থেকে পানি দিয়ে করো মোদের সিক্ত।

মো: জাকারিয়া হোসাইন
সহকারী অধ্যাপক
সরকারি ইন্দুরকানী কলেজ





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap