শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০১ অপরাহ্ন

ইন্দুরকানীতে শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ইন্দুরকানীতে শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0 Shares

ইন্দুরকানী বার্তা:
শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মানববন্ধন করেছে নদীপাড়ের বসবাসরত কয়েক’শো মানুষ।
মঙ্লবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চাড়াখালী গোডাউনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ইন্দুরকানী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ হাওলাদার, কৃষক লীগের ইন্দুরকানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামাল উদ্দিন ও সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সহায়ক মেম্বার মোঃ নজরুল সিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি উপজেলার প্রানকেন্দ্র হলো সদর ইউনিয়ন (মূল শহর)। এই শহরে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। তবে শহরের কাছেই বড় কচা নদী। বাধ না থাকায় ঝুঁকিতে আছে ইন্দুরকানী বাজার সহ অসংখ্য ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতি বছরই নদী ভেঙে যায়। উদ্যোগ নেওয়া হয়না শহর রক্ষার জন্য বাঁধ নির্মাণের। তাই এলাকাবাসী দ্রæত শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান ।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap