শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

ইন্দুরকানীর তিন ইউনিয়নের ১৫৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

ইন্দুরকানীর তিন ইউনিয়নের ১৫৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

0 Shares

ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ইউনিয়নে তিনটি পদে দাখিলকৃত ১৫৫ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ সকাল সাড়ে নয়টা থেকে দিনের শুরুতে 1 নং পারেরহাট ইউনিয়নের যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে পত্তাশী ও ইন্দুরকানী সদর ইউনিয়নের প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম চলবে। বিকেলে বৈধ এবং বাদপরা প্রার্থীদের তালিকা প্রকাশ করবে উপজেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রোকুনুজ্জামান খান প্রতিবেদককে এ তথ্য প্রদান করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন, জাতীয়পার্টি (জেপি)’র তিনজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তিনজন এবং চারজন স্বতন্ত্র প্রাার্থীসহ মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রের নিষেধাজ্ঞা থাকায় চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত সমর্থিত কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। উপজেলার 1 নং পাড়েরহাট ইউনিয়নে চারজন, ইন্দুরকানী সদর ইউনিয়নের 3 জন এবং পত্তাশী ইউনিয়নে 6 জন মনোনয়নপত্র দাখিল করেন।
এরা হলেন 1 নং পাড়েরহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শাওন, জাতীয় পার্টি জেপি মনোনীত গোলাম সরোয়ার বাবুল, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত আ. হালিম হাওলাদার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম।
উপজলোর পত্তাশী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন, জেপি মনোনীত উপজেলা জেপির সদস্য সচিব শাহীন হাওলাদার। এছাড়া এ ইউনিয়নটিতে আরও চার জন মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে, নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোবারক আলী হাওলাদার, জেপি মনোনীত উপজেলা জেপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার মনোনয়নপত্র জমা দেন। এছাড়া চেয়ারম্যান পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও প্রার্থী হিসেবে তিন ইউনিয়নে ৩ জন প্রার্থী মনোয়নপত্র জমা দেন।
প্রসঙ্গত: আগামী ১১ নভেম্বর ২য় ধাপে এ উপজেলার ৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap