সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

ইন্দুরকানীতে সিবিওর উৎপাদক দলের সদস্যদের সাথে মার্কেট একটরস প্রতিনিধিদের সাথে সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে সিবিওর উৎপাদক দলের সদস্যদের সাথে মার্কেট একটরস প্রতিনিধিদের সাথে সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত

0 Shares

দিবাকর দত্ত পুলিন:
পিরোজপুরের ইন্দুরকানীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই ও রিকল ২০২১ প্রকল্প এর আয়োজনে সিবিও সদস্যদের সাথে মার্কেট একটরস দের সম্পর্ক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত ইন্দুরকানী উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিথ ছিলেন ডাক দিয়ে যাই রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী আব্দুল বারী, ফিল্ড ফ্যাসিলিটেটর হুমায়ুন কবির ও দেবদাস ডাকুয়া। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী শাখার সাধারণ সম্পাদক দিবাকর দত্ত পুলিন। সভায় ৩০টি সিবিওর সদস্য এবং উপজেলার হাট-বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত থেকে উৎপাদিত পন্য বাজারযাত করনের সহজ উপায় এবং উৎপাদক দল কিভাবে সার, কিটনাশক, গবাদীপশু ও হাসমুরগীর খাবার সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap