শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই

0 Shares

ইন্দুরকানী বার্তা:
পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসার সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই।’

মঙ্গলবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমরা গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি। আর বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে হয়নি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুমড়েমুচড়ে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচন করতে হলে নির্বাচনপ্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। জনগণের কাছে যেতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।’

এক প্রশ্নের জবাবে সিলেটের স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন।’





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap