বুধবার, ০৭ Jun ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন
কবিতা বিষাদময়
শিরিনিা আফরোজ
চোখের সীমা যতদূর যায়,
স্মৃতি যেন আজও গতি পথ পায়
পুরান প্রেম তবু ভাষাহীন,
বাঁচার প্রয়োজনে গুনে যায় দিন
নিভে নিভে যায় প্রদীপের আলো।
চিঠি লেখা রোজ ভুল ঠিকানায়,
শব্দের ভুলে কবিতা বিষাদময়!
এখানে আধার ওখানে রঙিন
বিষের বাঁশিতে বাজে মরন বীন
কাহিনীর অভিশাপে গল্প অগোছালো।
খড়কুটোর মত স্বপ্ন ভেসে যায়,
দুচোখ জ্বলে ভাসে নীরব যন্ত্রনায়!
কথার ভীড়ে কথা অর্থহীন,
তোমার কাছে আমার জমানো ঋণ
ভুল হয়ে ঝরে যায় জীবনের ফুলগুলো।