সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
এবেলা যৌবন নেই
এম রহমান রানা
তোমার ইচ্ছের কাছে হেরে যাওয়া মানে,
তোমাকে জিতিয়ে দেয়া।
আমার মেনে নেয়া,
তোমার হাসি মুখটা দেখা
সুখে রাখা
আনন্দে রাখা
সুখ বিছিয়ে দেয়া
ক্লান্ত হাসিতেও আনন্দ আছে
পরিপূর্ণতা পাশে থাকার ঘ্রাণ
যতটুকু আছে বেলা মোর।।
যখন তুমি আনন্দে হাসি দাও
বিশ্বাস কর খুব ভালো লাগে
তোমাকে অনুপ্রেরণায় আমিও হাসি
তুমি টের পাও কিনা জানিনা
কিন্তু আমি বুঝি
এবেলায় আর যৌবন নেই।